উইমেন ডেস্ক: সোমবার, ১১ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮ |
কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮নং আর্মড পুলিশ ব্যাটালিয়ন ‘এপিবিএন’ সদস্যরা।সোমবার বিকেল ৩টারদিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান এপিবিএন’ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।
মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার ভোরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এফডিএমএন ক্যাম্প-০৯ এর সি/১৬ ব্লকের কাঁচাবাজারের সামনের রাস্তা থেকে এই রোহিঙ্গা ডাকাতদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উখিয়ার বালুখালী সি/১৫ ক্যাম্পের মুক্তার আহাম্মদের ছেলে ওমর ফারুক (১৯), মৃত আব্দুস সালামের ছেলে মুক্তার আহাম্মদ (৫০), নুর আলমের ছেলে মোহাম্মদ সলিম (৩৮), লিয়াকত আলীর ছেলে মো. আরাফাত (২৫) ও সৈয়দ হোসেনের ছেলে মনসুর আলম (২৫)।এ সময় তাদের কাছ থেকে ৬টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি দা, ২টি কাঠের বাটযুক্ত ছুরি ও ৮টি লোহার রডের তৈরি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এএসপি মো. কামরান হোসেনের দাবি, গ্রেপ্তারকৃত ওমর ফারুক, মুক্তার আহাম্মদ, মোহাম্মদ সলিম কথিত আরসার অন্যতম নেতা ডা. ওয়াক্কাস ওরফে নুর কলিম এর ঘনিষ্ঠ সহচর এবং উক্ত সংগঠনের সদস্য।
এছাড়াও গ্রেপ্তারকৃত মো. আরাফাত কথিত আরসার তালিকাভুক্ত সন্ত্রাসী, অপরজন মনসুর আলম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং কথিত আরসার সদস্য। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইন মামলা করা হয়েছে।
Leave a Reply