উইমেন ডেস্ক: রোববার, ০৩ অক্টোবর ২০২১, ১৯ আশ্বিন ১৪২৮ |
ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রোববার দুপুরে ভবানীপুর আসনে ভোট গণনায় ৫৮ হাজার ৩৮৯ ভোটে এগিয়ে আছেন মমতা। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, মোট ২১ রাউন্ডের ভোটগণনায় মমতার জয়ের ব্যবধান ৫৮ হাজার ৩৮৯। ২০ রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়ঙ্কা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট।
এ আসনের উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয় নিয়ে অবশ্য কোনো সংশয় ছিলো না তৃণমূল শিবিরের। সব সমীকরণ ছিল শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে।মুর্শিদাবাদের দুই আসনেও এগিয়ে আছে তৃণমূল।
জঙ্গিপুরে ১৩ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেসের জাকির হোসেন। ৩৭ হাজার ৬১৮ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
Leave a Reply