বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৯ অক্টোবর) রাতে শহরের মিলপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক আহমদ সাবাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুন্নবী বাবু, পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাজাহান আলী শেখ, শহর যুবদল নেতা রফিকুল ইসলাম প্রশান্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস, পৌর ১০নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মামুন আর রশীদ মুন্না, জিয়া মোল্লা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগের দোসররা এখনও বিএনপির সাথে মেশার চেষ্টা করে যাচ্ছে। এরা বিভিন্ন জায়গায় বিএনপি সম্পর্কে প্রোপাগান্ডা চালাচ্ছে। এইসব দোসরদের থেকে সাবধান থাকতে হবে।
Leave a Reply