1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদ্রাসা ছাত্র অপহরণকারী গ্রেফতার

  • আপডেট টাইমঃ শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৭৪ মোট ভিউ

উইমেন ডেস্ক : গত ২৭ মার্চ ২০২২ তারিখ কুষ্টিয়া সদর থানাধীন জুগিয়া পালপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র মোঃ নাঈম (১৩), পিতা-মোঃ মিল্টন শেখ, সাং-জুগিয়া মাঠপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া নিখোঁজ হয়। নিখোঁজের পর ছাত্রের মা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং-১৬৩৮, তারিখ-২৮ মার্চ ২০২২।

পরে অভিভাবকের মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া, অপহরণকারীদের গ্রেফতারের জন্য ব্যাপক অভিযান শুরু করে। গত ৩১ মার্চ ২০২২ তারিখ নিখোঁজ ছাত্রকে উদ্ধার অভিযানের এক পর্যায়ে অপহরণকারীরা কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় ছাত্রটিকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ঐ ছাত্রের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীর বিরুদ্ধে অপহরণ একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০১ এপ্রিল ২০২২। এরই ধারাবাহিকতায় ০১ এপ্রিল ২০২২ তারিখ রাত ০১:৩০ ঘটিকায় অপহরণ চক্রের মূল আসামী মোঃ লিখন মিয়া (২৭), পিতা- আজিজুল বিশ্বাস @ ধনা, সাং-কোমরপুর, থানা- মুজিবনগর, জেলা-মেহেরপুর’কে “মেহেরপুর জেলার সদর থানাধীন রনি আবাসিক হোটেল হতে” গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com