1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

কুষ্টিয়া পুনাক কর্তৃক গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইমঃ বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৮৯ মোট ভিউ

উইমেন ডেস্ক: আজ বুধবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় কুষ্টিয়া পুনাক কর্তৃক পুলিশ লাইন্স বাস্কেটবল গ্রাউন্ডে গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (শালচাদর) বিতরণ করা হয়।

কুষ্টিয়া পুনাকের সভানেত্রী জনাব দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব অসহায় ও দুস্থ মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে শীতবস্ত্র (শালচাদর) বিতরণ করেন।

কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম উপস্থিত অসহায় ও সুস্থ মানুষদের সামনে বলেন, কুষ্টিয়া পুনাক সবসময় ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছে  আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ধরনের মহতি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি।

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা (সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ, আনিতা আশরাফী দিবা (দপ্তর সম্পাদিকা), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (সদর), এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com