মোঃ ইয়ামিন হাসান শুভ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিপিসি-১ এর একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, ১১ জুন ২০২৫ ইং তারিখ সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চর উদয়ননগর টোলঘর সংলগ্ন মোঃ সাইফুদ্দিনের চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোটরসাইকেলযোগে মাদক পরিবহনের সময় মোঃ মাসুদ রানা (৪০), পিতা-মোঃ মুঞ্জুর রহমান, মাতা-মোসাঃ মাবিয়া বেগম, সাং-গোপালপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ১০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মাদকের একটি বড় চালান ওই সময় সরবরাহ করা হবে—এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। পরিকল্পনা অনুযায়ী মাদকের সম্ভাব্য রুটে নজরদারি জোরদার করা হয় এবং অভিযানে সফলতা আসে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।র্যাব-৫ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply