নরসিংদীতে এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বাদীর অভিযোগ, বিয়ে করতে রাজি না হওয়ায় গতকাল চিনিশপুর থেকে ওই নারীকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় মিজান মিয়া ওরফে আরিয়ান। এসময় গাড়িতে থাকা দুই সহযোগী সাইফুল ইসলাম ও সোহেল মিয়াকে নিয়ে প্রধান আসামি মিজান পালাক্রমে ধর্ষণ করে তাকে। পরে গাড়ি থেকে তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত তিনজন।
এ ঘটনায় রাতেই সদর মডেল থানায় অভিযোগ করেন পাওয়ারলুমের ওই নারী শ্রমিক। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মিজান ও সোহেল নরসিংদীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে গত দুইদিনে নরসিংদীতে দুটি গণধর্ষণের ঘটনা ঘটলো।
Leave a Reply