উইমেন ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গলায় ফাঁস দিয়ে আব্দুল জব্বার (৬০) নামের এক মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল জব্বার উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি মধ্য রামরাম সেন জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার মঙ্গলবার ফজরের নামাজের পর সবার অজান্তে বাড়ির পাশের পরিত্যক্ত স্কুলের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান বাবু বলেন, একটি মিটিং চলাকালে জানতে পারি ৬০ বছর বয়সী একজন বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি মসজিদে আজান দিতেন।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply