সতীত্ব কি শুধু নারীর বেলাতেই?
সেই ভ্রূণ থেকেই শুরু হয় সতীত্ব রক্ষার লড়াই!
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত –
এমন কি মৃত্যুর পরেও সতীত্ব নিয়ে টানাহেঁচড়া!
যে নারী সতীত্বকে ধর্ম মেনে বাঁচতে চায়-
সেই জানে কতবার, কতটা অগ্নি যুদ্ধে,
কতটা কৌশলে,কতটা ত্যাগে তাকে জিততে হয়!
সব নারীই কি এতটা সাহসী হয়?
কেউ সহজে হার মানে, কেউ সহ্য করে বেত্রাঘাত,
কেউ ভান করে বাঁচে,কেউ মৃত্যুকে আলিঙ্গন করে,
কেউবা এসিড দগ্ধ বিকৃত চেহারায় দেখে অবাক পৃথিবী, কেউবা আপেক্ষিক ভেবে নিজেকে বিকিয়ে দেয়। হাজারো যন্ত্রণা, হাজারো প্রলোভন উপেক্ষা করে-
যে নারী সতীত্বকে সম্মান জ্ঞানে টিকিয়ে রাখে,
তাকেও আপনজনদের কাছে শুনতে হয়-
কুরুচিকর বান বিদ্ধ অশালীন মন্তব্য,
সতীত্ব হননের মিথ্যে রসালো গল্প।
ধিক! তাদের ধিক!
মহামারীর করাল গ্রাসেও কি থেমে আছে সতীত্ব হনন?
থেমে আছে কি নারীর অপমানের রক্তক্ষরণ?
Leave a Reply