চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় আগামী বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ। তবে আগের মতো অর্ধেক আসন ফাঁকা না থাকলেও যাত্রীদের মাস্ক পরা নিশ্চিতে কঠোর হবে রেলওয়ে। গতকাল রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়- আগামী বুধবার থেকে ৩৮ জোড়া আন্তনগর ও ১৯ জোড়া মেইলসহ মোট ৫৭ জোড়া ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এবার ট্রেনের অর্ধেক টিকিট অনলাইনে এবং বাকি অর্ধেক কাউন্টারে বিক্রি হবে। সূত্র আরও জানায়, শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করলে অনেক যাত্রী হয়রানির শিকার হন। এ জন্য কাউন্টারেও টিকিট বিক্রির চিন্তা করেছে রেলওয়ে। এছাড়া যাত্রীদের চাপ বেশি থাকায় অর্ধেক আসন ফাঁকা রাখা কঠিন ছিল। সবমিলিয়ে রেল আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ জন্যই সব আসনের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলে সব মিলে ৩৫৯টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রায় দেড় বছর আগে দেশে করোনা মহামারি শুরুর পর থেকে এত দিন শারীরিক দূরত্ব বজায় রাখতে গণপরিবহনে এক আসন ফাঁকা রেখেই যাত্রী নেওয়া হতো। চলমান কঠোরতা শেষে এবার সেই বিধিনিষেধও থাকছে না। রবিবার ৮ আগস্ট বিকেলে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আগামী ১১ আগস্ট থেকে গণপরিবহনে আসনের সমান যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হয়
Leave a Reply