1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

সাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবে ৩ জেলে নিহত

  • আপডেট টাইমঃ বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১১২ মোট ভিউ

উইমেন ডেস্ক: বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪ আশ্বিন ১৪২৮  |

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদীর  মোহনায় ট্রলার ডুবির ঘটনায় আজ বুধবার সকাল ৮টায় একই এলাকা থেকে তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

ট্রলার মালিক আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ঝড়ের কবলে পড়ে ১১ জেলে নিয়ে ট্রলারটি উল্টে যায়। এসময় তিন জেলে নিখোঁজ হন।

নিহত জেলেরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

আবুল হোসেন ফরাজী জানান, ঘটনার পরেই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিহতের আত্নীয়-স্বজনদের সাথে নিয়ে উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছিল। তারা উদ্ধার করে লাশ নিয়ে আসছে।

তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব না হলেও উদ্ধার কাজ চলছে।কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, নিখোঁজের বিষয়ে আমরা জেনেছি। ট্রলারটি উদ্ধারের জন্য অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com