উইমেন ডেস্ক: রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১ আশ্বিন ১৪২৮ |
সিলেটে নিজ ঘর থেকে মোবাশ্বির (৫০) নামে এক মাতবরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের ধোপাঘাট এলাকায় বসতঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হক মোবাশ্বির মোগলাবাজার থানাধীন সিলাম শেখপাড়ার মৃত ফজলুল হকের ছেলে। তিনি এলাকায় শালিস বৈঠকে মাতবরি করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন আব্দুল হক মোবাশ্বির। তার চাচাতো ভাই শনিবার সন্ধ্যার দিকে বাসায় গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। বিষয়টি আশপাশের লোকজন পুলিশকে জানান।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের গলায় একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি রহস্যজনক মৃত্যু বলে মনে হচ্ছে। আমাদের একাধিক টিম ওই রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে।
Leave a Reply