1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

হবিগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

  • আপডেট টাইমঃ সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১২৩ মোট ভিউ

উইমেন ডেস্ক: হবিগঞ্জের ২১টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। মাত্র ৮টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন।তৃতীয় ধাপে গতকাল (২৮ নভেম্বর) হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলায় ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় ৮ জন, বিএনপি নেতা ৫ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জন জয়ী হয়েছেন।

নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে জয়ীরা হলেন বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন রঙ্গলাল দাশ (স্বতন্ত্র), বড় ভাকৈর পশ্চিম আক্তার হোসেন ছুবা (নৌকা), ইনাতগঞ্জ ইউনিয়ন নোমান আহমদ (আওয়ামী লীগ বিদ্রোহী), দীঘলবাক ইউনিয়নে সাবেক বিএনপি নেতা মো. ছালিক মিয়া (স্বতন্ত্র), আউশকান্দি ইউনিয়নে দিলওয়ার হোসেন (নৌকা), কুর্শি ইউনিয়নে বিএনপি নেতা সৈয়দ খালেদুর রহমান (স্বতন্ত্র), করগাঁও ইউনিয়নে নির্মলেন্দু দাস রানা (আওয়ামী লীগ বিদ্রোহী), নবীগঞ্জ সদর ইউনিয়নে হাবিবুর রহমান (নৌকা), বাউসা ইউনিয়নে বিএনপি নেতা সাদিকুর রহমান শিশু (স্বতন্ত্র), দেবপাড়া ইউনিয়নে শাহ রিয়াদ সুমন (স্বতন্ত্র), গজনাইপুর ইউনিয়নে ইমদাদুর রহমান মুকুল (আওয়ামী লীগ বিদ্রোহী), কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ইমদাদুল হক চৌধুরী (আওয়ামী লীগ বিদ্রোহী), পানিউমদা ইউনিয়নে ইজাজুর রহমান (নৌকা)।হবিগঞ্জ সদর থেকে বিজয়ীরা হলেন লুকড়া বিএনপি নেতা মো.কাউছার রহমান (স্বতন্ত্র), রিচি মো. আব্দুর রহিম (নৌকা), পইল সৈয়দ মইনুল হক আরিফ (স্বতন্ত্র), গোপায়া বিএনপি নেতা এমএ মন্নান (স্বতন্ত্র), তেঘরিয়া এম এ মোতালিব (নৌকা), রাজিউড়া বদরুল করিম দুলাল (নৌকা), নিজামপুর তাজউদ্দীন আহমেদ (আওয়ামী লীগ বিদ্রোহী), লস্করপুর মাহবুবুর রহমান হিরো (নৌকা)।

হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com