1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :
repliquemontre.co
www.igetaustralianvapor.com
www.topwatchesol.com

fake rolex

relojes replica

shi sha magic
franck muller replica

অমর একুশে ও গণহত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইমঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬ মোট ভিউ

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদসহ ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ সালের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

 

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলা-আমীন, সাংগঠনিক সম্পাদক অলিদ হাসান, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক সাওন, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি অহেদুজ্জামান সায়েম এবং জেলা যুব অধিকার পরিষদের সদস্য রাতুল হাসান নিশান।

 

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলা-আমীন বলেন,

“১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণহত্যাসহ দেশের ইতিহাসে যারা শহীদ হয়েছেন, আমরা আজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি, অধিকার নিয়ে দাঁড়াতে পারছি। গণঅধিকার পরিষদ সবসময় মানুষের অধিকার রক্ষায় পাশে ছিল, আছে এবং থাকবে।

 

বর্তমানে দেশে ন্যায়বিচার ও জনগণের অধিকার হরণ করার যে চেষ্টা চলছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। ২০২৪ সালের গণহত্যার ঘটনা দেশের বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দাবি জানাই, যারা গণহত্যার সাথে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে গণঅধিকার পরিষদ সর্বদা বদ্ধপরিকর। অধিকার ছিনিয়ে নিতে হলে আন্দোলন অব্যাহত রাখতে হবে, কারণ ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া একটি দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না।”

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com