এ বারের আইপিএল শুরু হতেই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। শুক্রবার থেকে শুরু হয়েছে আইপিএল। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলে পরাজিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
শুক্রবার আরসিবি’র হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন কোহলি। টানা ১৭ বার একই দলের হয়ে আইপিএল খেললেন কোহলি।
কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি টানা ১৭ বার একই দলের হয়ে আইপিএল খেললেন। ২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। এটি ১৭তম আইপিএল। ১৬ বছর ধরে একই দলের হয়ে খেলছেন কোহলি। আর কোনো ক্রিকেটারের এই রেকর্ড নেই।
একাধিক ক্রিকেটার এই বছর ১৭টি আইপিএল খেলবেন। কিন্তু তারা কেউই একই দলের হয়ে ১৭তম আইপিএল খেলবেন না।
Leave a Reply