উইমেন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ ইয়ার মোহাম্মদ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২২ অক্টোবর) রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তঘেষা বাউতলা গ্রামের নিজ বাড়ি থেকে ইয়ার মোহাম্মদকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। সে বাউতলা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়ার মোহাম্মদকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতরে নাভীর নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি কালো পলিপ্যাকে রক্ষিত প্রতিটিতে ২০০ পিস করে মোট ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামি ইয়ার মোহাম্মদের বিরুদ্ধে থানায় পূর্বের ৫টি বিচারাধীন মাদক মামলার রেকর্ড পাওয়া গেছে। সে এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি। ইয়াবা উদ্ধারের ঘটনায় ইয়ার মোহাম্মদের বিরুদ্ধে মাদক মামলায় আদালতের নির্দেশে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply