1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

আমনের বাম্পার ফলন, সংগ্রহ শুরু রবিবার থেকে

  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩ মোট ভিউ
আমনের বাম্পার ফলন, সংগ্রহ শুরু রবিবার থেকে
আমনের বাম্পার ফলন, সংগ্রহ শুরু রবিবার থেকে

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, আগামী ১৭ নভেস্বর থেকে আমন ধানের সংগ্রহ শুরু হবে। এ বছর উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। এটা আল্লাহর রহমত এবং অশেষ মেহেরবানি। ধারণ ক্ষমতা সন্তোষজনক পর্যায়ে আছে। অতিরিক্ত খাদ্য সংরক্ষণের জন্য তেজগাঁও বা অন্যান্য দিকে নিয়ে আসা হবে।

আজ বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

আমদানি বিষয়ে উপদেষ্টা মজুমদার বলেন, কিছু খাদ্য আমদানি প্রক্রিয়াধীন আছে। ১.৫ লক্ষ টন খাদ্য আমদানির জন্য ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে ভালো আগ্রহ দেখছি। গত ১ সপ্তাহ পর্যন্ত চালের দাম যতটুকু বেড়েছে আপাতত তা স্থিতিশীল রয়েছে। আমন ধান বাজারে আসলে দাম আস্তে আস্তে কমবে বলে আশা করছি।

তিনি বলেন, কৃষক যাতে ন্যায্য দাম পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের নিরুৎসাহিত করা যাবে না। খাদ্যশস্য আমদানির লক্ষ্যমাত্রার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, চাল সংগ্রের লক্ষ্যমাত্রা ৫.৫ লক্ষ টন, আতপচাল ১ লক্ষ টন এবং ধান ৩.৫ লক্ষ টন। চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা প্রতি কেজি, আতপ চাল ৪৬ টাকা প্রতি কেজি এবং ধান ৩৩ টাকা প্রতি কেজি।

মিল মালিকদের সিন্ডিকেট বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যারা সিন্ডিকেট করে তাদের কালো তালিকাভুক্ত করে ভবিষ্যতে তাদের সঙ্গে আর চুক্তি করা হবে না। এক্ষেত্রে মন্ত্রণালয় সতর্ক থাকবে এবং প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করবে। এখন ছোট মিলগুলো বড় মিলে রূপান্তরিত হচ্ছে। এক্ষেত্রে চুক্তি কমে যাবে। মিলগুলো আজ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করছে।

ভোগান্তির বিষয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, সরকারকে তথ্য দিয়ে সহায়তা করুন। সরকার প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবে। চালের বাজার করপোরেট গ্রুপ নিয়ন্ত্রণ করে কিনা এ বিষয়ে খাদ্য উপদেষ্টা বলেন, চাল আমদানি নির্ভর না। চালের চাহিদা ও উৎপাদন প্রায় কাছাকাছি। চাল আমদানিতে সরকার কতজনকে অনুমতি দিয়েছে এ প্রশ্নের জবাবে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকার ১৩৪ জন ব্যবসায়ীকে ১০.৫২ লক্ষ টন চাল আমদানির অনুমতি দিয়েছে।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com