আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে নৌকাডুবির ঘটনায় ১২ পাকিস্তানি জেলের মৃত্যু হয়েছে। গত ৫ মার্চ মাছ ধরার নৌকাটি ডুবে গেলে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার, জাহাজ ও স্পিডবোট নিয়ে দক্ষিণ সিন্ধু প্রদেশের জলসীমায় তল্লাশি চালায়।
বুধবার সেনাবাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানায়, ১২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুই জেলের খোঁজে তল্লাশি চলছে।
পাকিস্তানে মারাত্মক পরিবহন দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দেশটির নৌযানে উপচে পড়া ভিড় এবং সুরক্ষা ব্যবস্থা অপ্রতুল।
এর আগে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছিল, প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতীয় সীমান্তের কাছে হাজামরো খাঁড়ির কাছে খোলা সমুদ্রে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে ৪৫ জন ক্রু ছিলেন।
Leave a Reply