কুষ্টিয়া আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ||উপজেলায় শিক্ষার্থীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। রাস্তার পাশের একটা ধান ক্ষেতে উল্টে পড়ে আছে বাসটি৷ এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে উদ্ধার করে ইবির নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকার মাঠের মধ্যে এ ঘটনা ঘটেছে। কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে সাড়ে ১০ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান খেতে গিয়ে উল্টে যায়। এসময় পথচারীরা ও স্থানীয়রা বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ইবি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষার্থীরা জানান, বাসটি কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার ফাঁকা মাঠে বাসটি উল্টে যায়। এরপর স্থানীয়রা ও পথচারীরা আমাদের উদ্ধার করে।
ইবির চিফ মেডিক্যাল অফিসার সিরাজুল ইসলাম জানান, একজনের আঘাত কিছুটা সিরিয়াস হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনের এখানে চিকিৎসা চলছে। আহতদের সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারেননি তিনি।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, শিক্ষার্থীদের নিয়ে কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান ক্ষেতে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছে।
Leave a Reply