উইমেন ডেস্ক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে ডি ইউনিটের অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় মোট আবেদন জমা পড়েছে ১ হাজার ৩১৩ জন। ২৪০ আসনের বিপরীতে লড়বেন ৫ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৭ অক্টোবর থেকে ডি ইউনিটের আবেদন শুরু হয়ে ২০ অক্টোবর আবেদন শেষ হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন শুরু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত প্রবেশপত্র উত্তোলন করা যাবে বলে জানিয়েছে আইসিটি সেল। তবে পবেশপত্র উত্তোলনে বিড়ম্বনার কথা জানিয়েছেন ভর্তিচ্ছুরা।
যারা বিড়ম্বনায় পড়ছেন তারা ওয়েবসাইটে অভিযোগ বক্সে অভিযোগ করলে সমাধান করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া। তিনি বলেন, ‘ভর্তিচ্ছুদের ভুলের কারণে এমনটি হচ্ছে। অনেকে নম্বর ও পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে ভুল করেছে। তবে যারা অভিযোগ করছে তাদের সমাধান করে দেওয়া হচ্ছে।
Leave a Reply