সত্যখবর ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলার পুরান জয়শ্রী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পাড় হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল করিম সরদার (৬৫)। তিনি স্থানীয় জয়শ্রী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল করিম সরদার নিজ বাড়ি থেকে পায়ে হেটে পুরান শিকারপুর বাজারে যাচ্ছিলেন। মহাসড়ক পাড় হওয়ার সময় একটি মোটর সাইকেল পেছন থেকে আবদুল করিমকে ধাক্কা দেয়। এতে সিটকে পড়ে করিম সরদারের মাথা, মুখমন্ডল ও পায়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে করিম সরদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply