1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. rijukushtia@gmail.com : riju :

এক ভাবগম্ভীর পরিবেশের মাধ্যমে দুদিন ব্যাপী ঐতিহাসিক সার্ক শীর্ষ সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন

  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬ মোট ভিউ
এক ভাবগম্ভীর পরিবেশের মাধ্যমে দুদিন ব্যাপী ঐতিহাসিক সার্ক শীর্ষ সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন
এক ভাবগম্ভীর পরিবেশের মাধ্যমে দুদিন ব্যাপী ঐতিহাসিক সার্ক শীর্ষ সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন

ভারতের আসাম অঙ্গরাজ্যের করিমগঞ্জ শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি মিলনায়তনে দুই ও তিন নভেম্বর এই শীর্ষ সাহিত্য ও সংস্কৃতিক মহাসম্মেলনে, আসাম, ত্রিপুরা, মনিপুর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মেঘালয়, দিল্লি, কাশ্মীর ঝাড়খন্ড সহ পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকে প্রায় তিন শতাধিক কবি, সাহিত্যিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, সংগীতশিল্পী সমাজসেবী ও বিশিষ্ট জনেরা করিমগঞ্জ শহরে এসে মিলিত হন গত ৩রা নভেম্বর ছিল মূল অনুষ্ঠান। সকাল দশটায় বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের পতাকা উত্তোলন করেন পরিষদের চেয়ারম্যান, মহারাজাধিরাজ খেতাব প্রাপ্ত নীহার রঞ্জন দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দ। তারপর প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন, উদ্বোধক বিশিষ্ট কবি পশ্চিমবঙ্গের হিমেন্দু দাস । তারপর একে একে তিনটি ধর্মের তিনটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করেন তিনজন ধর্মগুরু। পবিত্র গীতা পাঠ করেন কলকাতার কৃষ্ণেন্দু ভট্টাচার্য, পবিত্র আল কোরআন পাঠ করেন নিউ জলপাইগুড়ির মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ও ত্রিপিটক পাঠ করেন আগরতলার কৃপা মোহন চাকমা ৷
সভায় অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দাস৷ সভায় সভাপতিত্ব করেন শ্রীমতি লক্ষ্মী পাঠক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনন্দ মহল সরকার, আন্তর্জাতিক চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্ট। দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী পরিষদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মুহিতোষ গায়ন, সহ উপাচার্য কলকাতা সিটি কলেজ ।
এছাড়া অন্যান্য অতিথিবৃন্দর মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন করিমগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মিহির দেবনাথ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শ্যামাপদ দে, দীপঙ্কর পোড়েল, ডক্টর সর্বজিত যশ, ডক্টর অর্ণব দত্ত, পৌষালি দেবনাথ, ইলিয়াস ঘরামী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, চিত্রা বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর পোড়েল, তরুণ কান্তি মন্ডল, সাংবাদিক প্রদীপ্ত পুরকায়স্থ’, হিমেন্দু দাস প্রমুখ। আবৃত্তি পাঠ করেন প্রায় শতাধিক কবি সাহিত্যিক৷
অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ দেরকে আসামের ঐতিহ্যবাহী গামছা, সরাই, ঝাঁপি, বিভিন্ন পদক এবং স্বর্ণপদক প্রদান করা হয়ছে। বীর লাচিত বড় ফুকন, নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ কমলা ভট্টাচার্য মায়ারানী দেবী স্বারক সম্মাননা সহ অনেক পুরস্কার প্রদান করা হয় । দেশ বিদেশের ২০ জন গুণীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত অনুষ্ঠানে কলকাতা, আগরতলা, আসাম সহ বিভিন্ন এলাকা থেকে এসে শিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন জয় করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com