কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজির বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজন সিএনজি চালক। তিনি পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের পুত্র মনিরুল মান্নান। নিহত অপর তিনজন চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তানও রয়েছে।
দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টইটং এর হাজির বাজার এলাকায় সিএনজি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৫ জন নিহত হয়। ঘটনাস্থলে থেকে ডাম্পারটি জব্দ করা হয়।
Leave a Reply