স্টাফ রিপোর্টার : ৪ মার্চ ২০২৫: কবি নজরুল সরকারি কলেজে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের এক বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল শেখকে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের বিপ্লব হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নেতৃত্বের প্রতিশ্রুতি
সংগঠনের নবনির্বাচিত সভাপতি রাসেল শেখ বলেন,
“কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমাদের প্রাণের সংগঠন। কুষ্টিয়া জেলার শতাধিক শিক্ষার্থী এই ক্যাম্পাসে অধ্যয়নরত। আমরা একত্রিত হয়ে শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকব।”
তিনি আরও জানান, সংগঠনের প্রচলিত কার্যক্রমের পাশাপাশি ক্যারিয়ার ওয়ার্কশপ, রিসার্চ ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং আইডিয়া শেয়ারিং সেমিনারের মতো সৃজনশীল কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন বলেন,
“এটি একটি অরাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। আমরা একসঙ্গে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করব এবং দেশের জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।”
কমিটির অন্যান্য সদস্যরা
সিনিয়র সহ-সভাপতি: জাহিদ ইসলাম
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ফারহান আহম্মেদ সাইফ
সাংগঠনিক সম্পাদক: সুরুজ হোসাইন
দপ্তর সম্পাদক: মোঃ মুসফিক হাসান মুন্না
প্রচার সম্পাদক: সাকিল হোসাইন
নতুন কমিটি আগামী এক বছর শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply