সত্য খবর ডেস্ক : বর্তমান করোনা ভাইরাসের সংক্রমনের ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাব এবং দোল পূর্ণিমা তিথিতে লালন স্মরণ উৎসব এর মত বিশাল জনসমাগম অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় আসন্ন লালন স্মরণোৎসব ২০২১ উদযাপন করা সম্ভব হচ্ছে না। এক প্রেসনোটে এমনটিই জানিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোঃ সাইদুল ইসলাম। প্রেস নোটে আরো জানানো হয়, করণা পরিস্থিতিতে বড় ধরনের গণজমায়েত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কুষ্টিয়ায় এপর্যন্ত ৯১ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু বরণ করেছেন এবং অনেক মানুষ আক্রান্ত অবস্থায় আছেন। অতিসম্প্রতি, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আশঙ্কা করা হচ্ছে যদি বড় ধরনের গণজমায়েত করা হয় তাহলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে।
Leave a Reply