ঢাকা অফিস : কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ফরিদপুরের একজন বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমনের দ্বিতীয় ধাপে মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে পাঁচজনের মৃত্যু হল।
আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে মারা যান শহরের খন্দকার হোটেলের মালিক ঝিলটুলী নিবাসী বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান হালিম (৭২)। এর আগে সোমবার সকালে তার স্ত্রী মেহেরুন নেসা (৭২) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান। ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, মেহেরুননেসা ১০ দিন আগে এবং তার স্বামী মিজানুর রহমান হালিম ৬ দিন আগে করোনায় আক্রান্ত হন। তারা দু’জনেই ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে তাদের ঢাকায় নেয়া হয়। সেখানে একটি রেবসরকারী হাসপাতালে তারা মারা যান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ফরিদপুরের ১২৬ জন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত হন ৯ হাজারের মতো। যাদের মধ্যে গত এক সপ্তাহে মারা যান পাঁচজন। এখনো ১৯২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হন ৩৪ জন।
Leave a Reply