এস এম রুবেল চাপাইনবয়াবগঞ্জ
বহু স্বপ্ন হাতে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন “শতভাগ স্বপ্ন আশা আকাঙ্ক্ষার মধ্যে ১০% কাজের অগ্রগতি বাস্তবায়ন করেন অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার” (এক) নম্বর কল্যানপুর ওয়ার্ডের জনদরদি’ সবার প্রিয় মুখ’ ও বন্ধুভাজন” ইফতেখার আহমেদ রঞ্জু’র ওয়ার্ডবাসিকে দেওয়া সকল প্রতিশ্রুতি” কাঁধে নিয়ে ঘুরছে তবুও হাল ছাড়েননি এখনও তিনি। এই ওয়ার্ডের পিছিয়ে থাকা সকল কাজের উন্নয়ন সংস্কার বাস্তবায়নে রূপান্তরিত করতে হাল ছেড়ে দেননি আজও “চেয়েছিলেন অবহেলিত ওয়ার্ডবাসিকে নিয়ে তার ঐ উদ্যোগে উন্নয়ন গুলো চোখের সামনে বাঁধা কোথায়—–? জানতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উন্নয়ন থেকে বঞ্চিত এই ওয়ার্ডবাসি–?
বর্তমান সরকার প্রধানের’ গত ২৬/০৯/২০২৪’ইং তারিখ একটি প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সকল কাউন্সিলরগণকে অপসারণের কারণে পিছিয়ে গেছে কয়েকটি ওয়ার্ড ভিত্তিক উন্নয়নের টেন্ডার সংস্কারের ফাইলগুলো কি পাথরের চাপা—-? কাউন্সিলর রঞ্জু এই ওয়ার্ডের উন্নয়নমূলক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়ার্ডবাসীকে” তার মধ্যে কয়েকটি টেন্ডারের মাধ্যমে জনস্বার্থে হাসিল করেন দৃশ্যমান ড্রেনেজ ব্যবস্থাসহ একাধিক পাকা রাস্তাসহ বেশ কিছু কল্যাণমুখী কাজ করেন তিনি। তবে আরও রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা কাজের অগ্রগতির কাজগুলো আটকে থাকা দৃশ্যমান শুরু হতে যাচ্ছে। স্থানীয় এলাকাবাসীর মুখে হাসি ফুটেছেন এই কাউন্সিলরের কাজের গতি নিয়ে,এছাড়াও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বক্তব্যে কাউন্সিলর বলেন, আমি এক নম্বর ওয়ার্ডকে একটি মডেল পরিছিন্ন পরিবেশ মুক্ত ওয়ার্ড কে রূপান্তরিত করতে যা যা করা প্রয়োজন সবগুলোই আমি আমার পরিশ্রম দিয়ে এই ওয়ার্ড কে বাস্তবে মডেল হিসাবে রূপান্তরিত করে জনগণকে দৃশ্যমান হিসেবে আমি দেখাতে চাই বলে তিনি প্রতিশ্রুতি দেন।
Leave a Reply