সত্যখবর ডেস্ক: গত বুধবার (১৫ মে) কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপনের স্বাক্ষরিত কুষ্টিয়া পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। নব্য অনুমোদিত এই কমিটিতে যুবলীগের পদ বাগিয়ে নিয়েছেন যৌন হয়রানি, চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামি আসিফ ইকবাল।
আসিফ ইকবাল কুষ্টিয়া পৌর যুবলীগের কমিটিতে ২৩ নম্বর সদস্য পদ পেয়েছেন। তিনি ওই যৌন হয়রানি, চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসমি। তার এই পদ প্রাপ্তিতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।
এদিকে সাবেক ছাত্রলীগের ত্যাগী ও পরিশ্রমী ক্লিন ইমেজের নেতারা এই কমিটিতে জায়গা পায়নি। এ ঘটনায় পদ বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করেছেন। এই নিয়ে চারিদিকে চলছে আলোচনা-সমালোচনাও।
এ বিষয়ে জানতে জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো আসলে ওকে ওইভাবে চিনি না। এই কমিটিটা পুরোটাই সেন্ট্রাল দিয়েছে। আমরা শুধু অনুমোদন দিয়েছি। যদি এরকম কোন ঘটনা
ঘটে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত আসিফের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং সহ ব্যাপক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বিকেলে কুষ্টিয়া রেনউইক বাঁধ এলাকায় গড়াই নদীরচরে এক বন্ধুর ঘুরতে গিয়ে যৌন হয়রানি ও ছিনতাইয়ের শিকার হন দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এক কলেজছাত্রী। পরে ভুক্তভোগী কলেজছাত্রীর বন্ধুর মা বাদী হয়ে ছিনতাই, চাঁদা আদায়, চাঁদা দাবি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় আসিফ ও তার সযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় আসিফের বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply