উইমেন ডেস্ক:কুষ্টিয়ার কুমারখালীতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ জন মেম্বার প্রার্থী ও ১ জন চেয়ারম্যান প্রার্থীকে আচরণ বিধি লংঘন করার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে নন্দলালপুর ও চাপড়া ইউনিয়নে ২ জন মেম্বার প্রার্থী এবং ১ জন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
জানা যায়, নন্দলালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের জিয়াউর রহমান খোকন, একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আব্দুল ওয়াদুদ এবং চাপড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বার প্রার্থী মোতাহার হোসেন নির্বাচনি প্রচারণার জন্য রঙিন পোস্টার মোটরসাইকেলে ও দেয়ালে সাঁটেন।বিষয়টি প্রশাসনের নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম মোবাইল কোর্ট পরিচালনা
করে নির্বাচনি আচরণ বিধি লংঘনের অপরাধে ৩টি পৃথক মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা করেন। এসময় কুমারখালী থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply