উইমেন ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুমিল্লা সদরের রত্নবতী এলাকার আবু সাঈদ (৫৩) ও তার স্ত্রী রুমি আক্তার (৪৩)।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নবীনগরগামী তিশা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি গাছের সঙ্গে লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুমি আক্তার নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে তার স্বামী আবু সাঈদ মারা যান।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
Leave a Reply