আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিন জেলার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রের ১২ নম্বর কক্ষের দায়িত্বরত কক্ষ পরিদর্শক মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) আলাউদ্দিনকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত শিক্ষক আলাউদ্দিনের মেয়ে কেএইচএন মাধ্যমিক বিদ্যালয় থেকে ওই কেন্দ্রে পরীক্ষার্থী। কেন্দ্র সচিব আব্দুছ ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শিক্ষক আলাউদ্দিনের মেয়ে ওই কেন্দ্রে পরীক্ষার্থী। কিন্তু শিক্ষক আলাউদ্দিন সেই তথ্য গোপন করে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব নেওয়ার কারণে তাকে পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
Leave a Reply