কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলার ৫ আসামীকে জামিন দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া আদালত চত্ত¡রের চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট কোটের সামনে আসামীদেও জামিন বাতিলের দাবিতে এ বি¶োভ করে তারা। এসময় বি¶োভ কারিরা বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে এ ধরনের জামিন দেওয়ার কোন বিধান নেই। তাই এই ম্যাজিস্ট্রেটকে আওয়ামীলীগ পন্থি আখ্যা দিয়ে দ্রুত অপসারনের দাবী করেন তারা।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগষ্ট ইং তারিখে কুষ্টিয়া শহরের এন.এস রোডে তামজিদ হোসেন জনি নামের একজনকে গুলিওমার পিটকরে হত্যা চেষ্টায় ১৯ সেপ্টেম্বও আহতের বড় ভাই জিলহজ হোসেন কুষ্টিয়া মডেল থানায় ৭৩ জনের নাম উল্লেখ কওে এবং অজ্ঞাত আরও ৪০/৪৫ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে।এই মামলার প্রে¶িতে র্যাব কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বও ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬ নম্বও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১ নম্বও ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী, ছেউড়িয়া এলাকার সুমন ও দূর্বাচারা এলাকার লাবলু সহ মোট ৫ জনকে গ্রেফতার করে। আজ রোববার আসামীরা কুষ্টিয়া সদও সিনিয়র চীফ জুডিশিয়াল আদালতে জামিন আবেদন করলে বিচারক মাহমুদা সুলতানা তাদেরকে জামিন দেয়।
Leave a Reply