জেলা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার কুমারখালীতে শর্ট সার্কিটর আগুনে পুড়ে তিন কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দুইজন আহত হয়েছে। এছাড়াও কয়েকটি গরু দগ্ধ হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুর একটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের আমতলা বরইচারা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
কুমারখালী উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার ইছাহক আলী বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার দুপুরের দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়৷ এতে ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে আসে। তারা স্থানীয় জনতার সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কৃষক কারমত হোসেন, মোকাদ্দেস আলী মোকা ও আব্দুল্লাহ শেখের ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে কয়েকজন আহত হয়েছে। তারা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ৩টি গবাদী পশু আহত হয়েছে। গুরুতর দগ্ধ মুক্তার হোসেনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
কুমারখালী উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার ইছাহক আলী বিশ্বাস বলেন, সাতটি বসতঘর পুড়ে গেছে। এসময় এক নারী, এক পুরুষ সহ দুটি গরু দগ্ধ হয়ে আহত হয়েছেন। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। একটা ১২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায় এবং নিয়ন্ত্রণে আনতে ২০ মিনিট সময় লেগেছে। একটা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
Leave a Reply