গণমাধ্যম সংস্কার বিষয়ে জাতীয় জনমত জরিপ উপলক্ষে কুষ্টিয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংক্যান কার্যালয়ের আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন ক¶ে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আকতার,অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নার্থ,কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি আল-মামুন সাগরসহ বিভিন্ন স্তরের দায়ীত্বশীল কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় জানান আগামী পহেলা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এই জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হবে। জেলার ৩৬টি এলাকায় ২০টি সাধারণ খানা থেকে সংগ্রহ করা হবে।
Leave a Reply