চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরীতে পূনর্বহাল ও পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠ তদন্তের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। আজ রোববার বেলা ১১টায় শহরের পাবলিক লাইব্রেরী মাঠের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের সৈনিক মোঃ ইছা হক আলী খান ৯ দফা দাবী রেখে তার বক্তব্য বলেন, ২০০৯ সালে পিলখানায় ৫৭ জন সেনা অফিসার ও বিডিআর সদস্যসহ মোট ৭৪ জনকে পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরীতে পুর্নবহাল, নিরাপরাধ বিডিআর সদস্যদের কারামুক্তি এবং শহীদের মর্যাদা দিতে হবে। দীর্ঘ ১৫ বছর যাবত সারা বাংলাদেশের চাকরিচ্যুত কোনো বিডিআর সদস্যরা রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী উগ্রপন্থি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি বলেও দাবী করেন তারা। ঘন্টাব্যপী চলা উক্ত মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদ কুষ্টিয়া ও চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের দাবি আদায়ের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন।
Leave a Reply