সত্যখবর ডেস্ক: কুষ্টিয়ায় ২৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ সুজন শাহ (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (০২ মার্চ ২০২৪) সকাল ৮ টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বামনপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সুজন শাহ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বামনপাড়া এলাকার মৃত আবুল কাশেম শাহ’র ছেলে।
জেলা গোয়েন্দা শাখা(ডিবি) সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা’র (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক চৌধুরী’র নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার এ এস আই (নিঃ)/মোঃ আশরাফুল ইসলাম ও ফোর্সসহ শনিবার (০২ মার্চ ২০২৪) সকাল ৮টা ৩০ মিনিটের সময় ভেড়ামারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে ভেড়ামারা থানাধীন চন্ডিপুর ইউনিয়নের বামনপাড়া সাকিনস্থ জনৈক মোঃ ইয়ারুল সরদার এর বাড়ীর সামনে পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সুজন শাহ (৪১) পিতা-মৃত আবুল কাশেম শাহ, মাতা-মোছাঃ ছখিনা খাতুন, সাং-বামনপাড়া থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া এর হেফাজত হতে উপস্হিত স্বাক্ষীদের সামনে ২৩০(দুইশত ত্রিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে।
পরবর্তীতে ভেড়ামারা থানায় মামলা করে ডিবি পুলিশ।
Leave a Reply