কুষ্টিয়ায় গড়াই সেতুর (সৈয়দ মাসুদ রুমী সেতু) টোল প্লাজার কাছে ড্রাম ট্রাক ও ভ্যানের সংঘর্ষে রাজু আহমেদ (২৫) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গড়াই সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহত রাজু আহমেদ কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে উত্তর কয়া গ্রামের মাসুদ আলীর ছেলে এবং আহতদের বাড়িও একই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভ্যান যোগে ৩ জন টিউবয়েল মিস্ত্রি কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় গড়াই নদী থেকে একটি ড্রাম ট্রাক অবৈধভাবে উত্তোলন করে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজু আহমেদ নিহত হয় এবং গুরুতর আহত হয় আসলাম, মিরাজুল ও বিল্লাল ৩জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, একটি ড্রাম ট্রাক মেইন সড়ক থেকে পার্শ্ববর্তী সড়কে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি ভ্যানের সংঘর্ষ হয়। এসময় ভ্যানের যাত্রী শ্রমিক রাজু আহমেদ ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় ৩জন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
Leave a Reply