সত্যখবর ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২৩জন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনছার উপস্থিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এরমধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী রয়েছেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই প্রার্থীরা আজ থেকে প্রচারনায় নেমে পড়েন। আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply