সত্যখবর ডেস্ক ॥ কুষ্টিয়ায় এবার এক কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান রাসেল এর বিরুদ্ধে নারী সহকর্মীকে প্রেমের প্রস্তাবের অভিযোগ উঠেছে। প্রেমের প্রস্তাবে রাজি না হলে ওই নারীকে বিভিন্ন ধরনের ক্ষতি করার হুমকি প্রদর্শন করে রাসেল। তারা দুজনেই বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়ায় কর্মরত এবং দুজনেই বিবাহিত। আক্তারুজ্জামান রাসেল বাংলাদেশ কৃষি ব্যাংক ঝাউদিয়া শাখায় এবং ওই কুষ্টিয়া শহরের একটি শাখায় কর্মরত আছেন। এ বিষয়ে ওই নারী বাদী হয়ে ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান রাসেল এর নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আক্তারুজ্জামান রাসেল বদলি সংক্রান্ত বিষয়ে ঢাকায় গেলে ওই নারী সহকর্মীর সাথে পরিচয় হয়। সেখান থেকে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হয়। এক পর্যায়ে রাসেল ওই নারী সহকর্মীকে বিভিন্ন প্রলোভন দেখায় এবং প্রেমের প্রস্তাব দেয়। এমনকি রাসেল ব্যাংকের অন্য সহকর্মীদের জানায় যে, সে তার স্ত্রীকে ডিভোর্স দেবে। রাসেলের এ ধরনের আচরণে ওই নারী বিরক্ত হয়ে উঠলে তিনি রাসেলকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে বলেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন রাসেল। সে ওই নারীকে বিভিন্ন ভাবে ক্ষতি করবে বলে হুমকি দেয়। এছাড়াও রাসেল তার মোবাইল নাম্বার ও ইমেইল এর মাধ্যমে ওই নারীকে অব্যাহত ভাবে হুমকি প্রদর্শন করে চলেছেন। যার প্রেক্ষিতে ওই নারী ব্যাংক কর্মকর্তা রাসেল এর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে এ বিষয়ে জানতে ব্যাংক কর্মকর্তা রাসেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই নারীর সাথে ২ বছর যাবৎ আমার বন্ধুত্ত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি এটা অস্বীকার করছি না। কিন্তু আমি বিয়েতে রাজি না হওয়ার কারণে উল্টা উনি (তার সহকর্মী) আমার ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে। এদিকে ভুক্তভোগী নারী সত্যখবর সম্পাদকীয় কার্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে এবং সংবাদ প্রকাশিত হলে আমার চাকুরীর সমস্যা করবে বলেও উর্ধ্বতন কর্মকর্তারা চাপ প্রয়োগ করছে। এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক ঝাউদিয়া শাখার ম্যানেজার বলেন, এটা তাদের পার্সোনাল বিষয়। অফিসিয়াল অকারেন্স (অপরাধ) না হলে আমরা ব্যবস্থা নিতে পারি না।
Leave a Reply