কুষ্টিয়ায় জেলের জালে ধরা পড়েছে কুমির। আজ মঙ্গলবার দুপুরের দিকে মিরপুর উপজেলা তালবাড়ীয়া ইউনিয়ন পদ্মা নদী বালির ঘাট থেকে একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া শাখার সভাপতি ও পাখিপ্রেমী শাহাব উদ্দিন মিলন।
তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় এক জেলে মাছ ধরতে যায়। জালে কুমির ধরা পড়ে। খবর পেয়ে স্থানীয় জনতা ভীর জমায়। পরে কুমিরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আতিয়ার রহমান ও ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কুমিরটি উদ্ধার করা হয়েছে। দুপুর আড়াইটার সময় বন বিভাগের পিকআপ ভ্যানে করে প্রাথমিক চিকিৎসার জন্য কুষ্টিয়া বন বিভাগ অফিসে নিয়ে যাওয়া হয়। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হবে।
Leave a Reply