কুষ্টিয়ায় গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। রাবার বুলেট বিদ্ধ একজনসহ ৫/৬ জন আহত হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন পুলিশও আহত হয়েছেন।বৃহস্পতিবার বিকাল ৩টার পর থেকে কয়েকটি পয়েন্টে আন্দোলনকারীদের সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ প্রতিরোধ সৃষ্টি করে, তাড়িয়ে দেয়।
বৃহস্পতিবার বিকাল ৩টায় কুষ্টিয়া শহরের মজমপুরে আগের দিনের মতো সমবেত হওয়ার কর্মসূচি ছিলো কোটাবিরোধী আন্দোলনকারীদের। কিন্তু এই পয়েন্টে বিপুল পুলিশ মোতায়েন করা থাকায় আশপাশে সমবেত হতে শুরু করে আন্দোলনকারীরা। এসব জায়গায় পুলিশ ও র্যাব প্রতিরোধ করে তাড়িয়ে দেয় তাদের। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সড়ক বিভাগের অফিসের সামনে সমাবেশ শুরু করলে পুলিশ তাদেরকে সরে যেতে বলে। একপর্যায়ে দুই প¶ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠি পেটা ও ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।
পুলিশ শতশত রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় রাবার বুলেট বিদ্ধ হয়ে ছাত্র সাইফসহ ৫/৬ জন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপ¶ নিশ্চিত করেছেন। এসময় ইটের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথসহ কয়েকজন পুলিশ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন এখনি সঠিক সংখ্যা বলা সম্ভব নয় কারণ আমরা বিভিন্ন জায়গায় ডিউটিতে আছি। সংঘর্ষ এখনো চলছে।
Leave a Reply