কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় প্রস্তাবিত মুস্তানজিদ মেডিসিটি বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করলেন কুষ্টিয়ার দুই কৃতি সন্তান কার্ডিয়াক সার্জনসহ চিকিৎসকদের একটি টিম। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) কার্ডিওলজি সার্জারী বিভাগের অধ্যাপক ডাক্তার রেজওয়ানুল হক ও অধ্যাপক ডাক্তার জার্জিনা রহমানের নেতৃত্বে ঢাকার বিশেষজ্ঞ টিম বেসরকারি ওই হাসপাতালে এসে পৌঁছান। এসময় হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এসএম মুস্তানজিদ তাদের স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।
এউপলক্ষ্যে হাসপাতালটির হলরুমে ডাক্তার মুস্তানজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা । এতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) কার্ডিওলজি সার্জারী বিভাগের অধ্যাপক ডাক্তার রেজওয়ানুল হক, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ,অধ্যাপক ডাক্তার জার্জিনা রহমান,কার্ডিয়াক অজ্ঞানকারক ডাক্তার মোহাম্মদ নাসিফ ইমতিয়াজসহ অন্যান্য মেডিকেল পার্সন বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি আল-মামুন সাগর, দৈনিক ইত্তেফাক পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ । এরআগে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রজেক্টরে হাসপাতালের ওয়ার্ড, এনআই সি ইউ,আইসিইউ,সিসিইউ,অপারেশন থিয়েটার ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রদর্শন করা হয়।
কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার রেজওয়ানুল হক বলেন, প্রকৃত অর্থেই কার্ডয়াক সার্জরী ব্যয়বহুল। ধনী রোগীরা চিকিৎসা ব্যয় মেটাতে পারলেও গরীব রোগীরা ব্যয়বহুল এই চিকিৎসা ব্যয় বহন করতে পারেন না। উন্নত দেশে রোগীরা চিকিৎসায় সরকারী ভর্তুকি পান। কিন্তু আমাদের দেশে সেই সুযোগ এখনও সৃষ্টি হয়নি। তবে কুষ্টিয়ায় স্থাপিত মুস্তাজিদ মেডিসিটি সেরকারি বিশেষায়িত হাসপাতালটি চালুর পর হাতের নাগালে কম খরচে মিলবে হার্টে রিং প্রতিস্থাপন ও বাইপাস সার্জারীসহ অন্যান্য চিকিৎসা সেবা।
হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এসএম মুস্তানজিদ বলেন, পেশাগত জীবনের সফলতা-সার্থকতা ও সক্ষমতায় বিশেষায়িত এই হাসপাতালটি স্থাপন করেছি। আমার যা অর্জন,এতে ভবিষ্যত জীবন-যাপনে আমার খুববেশী টাকা-পয়সার প্রয়োজন নেই। বিশেষায়িত এই হাসপাতালটিতে উন্নত চিকিৎসা প্রদান করাই তার একমাত্র লক্ষ্য-স্বপ বলে তিনি জানান।
উল্লেখ্য,কুষ্টিয়ার কোর্টপাড়াস্থ শহরের গোশালা সড়কে দশতলা ভবনবিশিষ্ট হাসপাতালটি আগামী ডিসেম্বর মাসে হাসপাতালটি চালু করতে চলছে জোর প্রস্তুতি। জরুরী বিভাগের পাশাপাশি ওপেন হার্ট সার্জারী,রিং প্রতিস্থাপন, বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব চিকিৎসা, এনজিওগ্রাম, রক্তরোগ-ক্যান্সার, কেমোথেরাপি, কিডনী চিকিৎসা-ডায়ালইসিস,লেপারোস্কপিক সার্জারী সবিধা সার্বক্ষনিক এই হাসপাতালে পাওয়া যাবে। এরআগে চলতি বছরের ১৯ জুন আমেরিকা প্রবাসী কুষ্টিয়ার কৃতি সন্তান বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাদিকুল হক পলাশ ও স্ত্রী ডাক্তার তাজিন নোমাম মুসতানজিদ মেডিসিটি বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেন।
Leave a Reply