বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দ্ররুত আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের নেতারা। রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলন আয়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র পারভেজ মোশাররফ। এ সময় তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া পৌরসভা এলাকায় তাদের সংগঠনের সদস্য সচিব ও মুখ্য সংগঠকে উপর অতর্কিত হামলা চালানো হয়। তিনি এ হামলার জন্য ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দায়ী করেন। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, মুখ্য সংগঠক বেলাল হোসেন বাঁধন ও যুগ্ম আহ্বায়ক সাইয়াদ ইসলাম শ্রেষ্ঠ উপস্থিত ছিলেন।
Leave a Reply