গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পেত্তাতাদের আক্রমণে কুষ্টিয়ায় নিহত ও আহত হন প্রায় শতধিক ছাত্র-জনতা। এসকল নিহত-আহত ছাত্র-জনতার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমসহ জেলার সকল স্তরের মানুষ। তারই ধারাবাহিকাতায় আজ কুষ্টিয়া প্রেসক্লাবে দৈনিক বজ্রপাত পত্রিকার প্রকাশক সম্পাদক ও মাটির ডাক এর প্রকাশক সিহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৪৬ জন নিহত-আহত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সিনিয়র সহ-সভাপতি লৎফর রহমান কুমার, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, প্রচার প্রকাশন ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদ হাসান, কোষাধ্যক্ষ এম. লিটন-উজ-জামান এবং সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য আনিসুজ্জামান ডাবলুসহ কুষ্টিয়া প্রেসক্লাবের গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply