কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ ভাবে চালুর দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী। বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বছরের শেষের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগ চালু হলেও দীর্ঘ আন্তঃ বিভাগ চালু হয়নি। ফলে মেডিকেল কলেজ এর ইন্টার্ন শিক্ষার্থীদের ইন্টার্নির জন্য প্রায় ৪ কিলোমিটার দূরের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যেতে হয়। এ অবস্থায় মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ চালুসহ নানা দাবী দাওয়া নিয়ে বুধবার রাস্তায় নামে শিক্ষার্থীরা। এ সময় তারা মানববন্ধন ও বি¶োভ মিছিল করে দাবি-দাওয়া তুলে ধরেন। পরে ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চত্বরে সংক্ষিত সমাবেশে আন্দোলনকারীদের পক্ষে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন সৈকত মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ চালুর দাবীতে এক মাসের আল্টিমেটাম দেন। অন্যথায় তারা আরো বৃহত্তরও কর্মসূচি দেবেন বলে জানান।
Leave a Reply