1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

কুষ্টিয়ায় রং-তুলির ছোঁয়ায় প্রাণ ফিরে পেল ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ মঞ্চ

  • আপডেট টাইমঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৪ মোট ভিউ
কুষ্টিয়ায় রং-তুলির ছোঁয়ায় প্রাণ ফিরে পেল ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ মঞ্চ
কুষ্টিয়ায় রং-তুলির ছোঁয়ায় প্রাণ ফিরে পেল ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ মঞ্চ

কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত দৃষ্টিনন্দন ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ মঞ্চ অযত্নে-অবহেলায় কয়েকবছর ধরে পরিত্যক্ত পড়ে ছিল। মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ ও স্থানীয়রা রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দাবি জানালেও সংশ্লিষ্টদের কেউ উদ্যোগ নেননি। তবে ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সেই মঞ্চ চত্বর শিক্ষার্থীদের রং-তুলির ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্যোগে সারাদেশের মতো গত কয়েকদিন ধরে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে শত শত শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে। পরিচ্ছন্নতা কর্মসূচিতে নেমে ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ চত্বর সংস্কারের উদ্যোগ নেন তারা। পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়ালে আঁকেন শিক্ষার্থীরা। এ ছাড়া যানবাহন নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্বও পালন করেন শিক্ষার্থীরা।

শহরের এনএস রোডের পাশে ও পৌর বাজারের সামনে বাঙালির গৌরবজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত মঞ্চটি এখন নতুনের মতো রঙিন। শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় যেন নতুন করে জেগে উঠেছে।

শিক্ষার্থীরা বলেন, কুষ্টিয়া পৌর বাজারের সামনে ও এনএস রোডের পাশে ১৯৭২ সালে নির্মিত স্বাধিকার থেকে স্বাধীনতা মঞ্চটি অযত্নে-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছিল। মঞ্চের বড় লম্বা দেওয়ালে সুনিপুণ কারিগরি দক্ষতায় মুক্তিযুদ্ধের বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরা হয়। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ভাস্কর্যের চুনকাম ও পলেস্তারা উঠে গিয়ে জরাজীর্ণ অবস্থা হয়েছিল। অনেক স্থান ভেঙে ও ফেটে গিয়েছিল। এ ছাড়াও মঞ্চের বেষ্টনী না থাকায় সেখানে সাইকেল, ভ্যান, রিকশা পার্কিং করা হতো। অস্থায়ী দোকান বসানো হতো। অনেকে জুতা-স্যান্ডেল পরেই এটির উপর দিয়ে হাঁটাচলা করত। ‘স্বাধীকার থেকে স্বাধীনতা’ চত্বরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ময়লা-আবর্জনা পড়ে থাকত। সেটি আমারা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com