মোবাইল সিমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও কলরেট কমানোর দাবিতে কুষ্টিয়ায় সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপুর নেতৃত্বে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেছে।
শনিবার দুপুরে কুষ্টিয়া এন. এস রোর্ডের সিঙ্গার মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর বাংলালিংক, রবি ও গ্রামিন ফোনের কাস্টমার কেয়ার অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপুর নেতৃত্বে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক আহমদ সাবাব, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস, সাবেক ছাত্রনেতা শাহ্ নেওয়াজ আরেফিন পাপ্পু, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন জীবন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ, রুহুল আহমেদ, সাদ্দাম হোসেন প্রমুখ।
এসময় এ্যাড অপু বলেন, অনতিবিলম্বে সকল সিমের মূল্য ও কলরেট কমাতে হবে এবং সকল প্যাকেজের মেয়াদ তুলে দিতে হবে। আমাদের দাবি মানা না হলে, সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও আগামীর দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশের আপামর মানুষের জন্য কাজ করে থাকে বলেও জানান তিনি।
উক্ত মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply