কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি হওয়ার ৪ দিন পর নবজাতক শিশু আরিয়ানকে উদ্ধার করেছে র্যাব। এঘটনায় অপহরন চক্রের ২ নারী সদস্যকেও গ্রেফতার করেছে তারা।
গত ৭ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে নবজাতক শিশু আরিয়ানকে নানীর কোল থেকে চুরি করে নিয়ে যায় অপহরন চক্রের এক নারী সদস্য। এর পর থেকেই শিশু আরিয়ানকে উদ্ধারে মাঠে নামে কুষ্টিয়া র্যাব-১২ এর সদস্যরা। ৪ দিন পর দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম থেকে শিশু আরিয়ানকে উদ্ধার করে র্যাব। এঘটনায় পলি ও মাহফুজা নামে অপহরন চক্রের ২ নারী সদস্যকেও গ্রেফতার করে র্যাব।
র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির সাথে দেশীয় ও আন্তর্জাতিক অপহরন চক্রের যোগসাজস্য পেয়েছেন তারা, বিক্রির উদ্দেশ্যেই অপহরন করা হয় শিশু আরিয়ানকে।
Leave a Reply