কুষ্টিয়ার ভেড়ামারায় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ষ্টিয়ারিংয়ের চাপায় আব্দুল মালেক (৪৪) নামে একজন পাখি ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ভেড়ামারা উপজেলার হাউখালী মাঠে এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত মুনা শাহের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভেড়ামারা থেকে চালের বস্তা বোঝায় করে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ষ্টিয়ারিং আল্লারদর্গা যাওয়ার পথে হাউখালী মাঠের মধ্যে বিপরীত দিক থেকে আসা পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাখিভ্যান চালক আব্দুল মালেক রাস্তায় ছিটকে পড়ে ষ্টিয়ারিংয়ের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হোন। খবর পেয়ে ভেড়ামারা থান পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
দূর্ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, হাউখালী মাঠের মধ্যে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। তার মরদেহ এখন হাসপাতালে রয়েছে।
Leave a Reply