কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে । আজ সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিশংকরপুর রেল গেট বাজার এলাকায় ইট পরিবহন করা টলির ধাক্কায় কুমারখালী উপজেলার সাওতা এলাকার মোমিন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
স্থানায়ীরা জানায়, সকাল সড়ে ৯টার দিকে রেল গেট বাজার এলাকা সাইকেলে করে এক কিশোর শহরের দিতে যাচ্ছিল। সে সময় ইট ভর্তি একটি টলির ধাক্কায় এই কিশোর ঘটনা স্থলে মারা য়ায়। ঘাতক টলি ঘটনা স্থল থকে পালিয়ে যায়।
এ সময় এলাকাবাসি আরো বলেন, দিনে ২৪ ঘন্টা ইট, বালি বোঝাই করা টলি বেপোয়া ভাবে রাস্তা দিয়ে চলাচল করে। এই সকল টলির কোন ব্রেক নেই। আমার রাস্তা পাড়াপাড় হতে ভয় পাই। প্রশাসনের কাছে আমাদের দাবি দিনের বেলায় এই সকল টলি চলাচল বন্ধ করা হক।
Leave a Reply